দৈনিক নবতান
জনতার সংসদ

করোনা পরিস্থিতি যেকোনো সময় উদ্বেগজনক হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

0

গত দুই মাস ধরে দেশে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে থাকলেও যেকোনো সময় এ পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের হার দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো সময়ে এ পরিস্থিতির পরিবর্তন হতে পারে। করোনা এখনও হুমকির পরিস্থিতিতে রয়েছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে করোনা পরিস্থিতি বদলে যেতে পারে।’
মন্ত্রী বলেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে। তবে এখনো মাস্ক খুলে ঘোরাফেরা করার সময় আসেনি। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বুধবার দুপুরে মৃগী রোগের চিকিৎসায় গাইডলাইনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

টিকার বিষয়ে তিনি বলেন, আগামীতে আরও বেশি পরিমাণে ভ্যাকসিন দেয়া হবে। ২৫ শতাংশ মানুষ ২ ডোজ টিকা পেয়েছেন। এ পর্যন্ত দেশের ৪০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এটা চলতে থাকবে। সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা), আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.