
মো: রমজান আলী ঃ বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এমপিও ভুক্ত শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের দাবীতে কর্মসুচী ঘোষনা এবং ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম সভাপত্বি করেন। প্রধান অতিথী হিসেবে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহ আলম বক্তব্য রাখেন। বিষেশ অতিথী হিসেবে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ জামালপুর জেলা শাখার সহ সভাপতি আমান উল্লাহ,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আবুল হোসেন বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন- মুহাম্মদ আব্দুল্লাহ আল হারুন। সাবিক তত্ত¡াবধানে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রমজান আলী। এ ছাড়াও কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল সহ বিভিন্ন দাবী সমুহ বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন।