
স্টাফ রিপোটার: আসছে আগামী ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাসম উদ্দিন বলেছেন ভোট চুরি কিংবা কারচুপি যেন কোন ভাবেই কেউ যেন করতে না পারে আপনারা ভোটার সে দিকে লক্ষ রাখবেন। আমি আশা করি ভোটারগন শান্তিপুর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগ করে আমাকে আনারস প্রতিককে জয়যুক্ত করবেন। আমরা প্রশাসনের কাছে শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভোট গ্রহন চাই। সুষ্ঠ নির্বাচনে তিনি জয়ী হবেন বলেও জনগনের প্রতি তার আস্থা রয়েছে ব্যাপক। গতকাল গতকাল শনিবার বিকেলে ৪টায় পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারনা ও ভোট প্রার্থনা শেষে এক সমাবেশে এ সব কথাগুলো বলেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রাথী শামস উদ্দিন
এ সময় পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উল্লাহ,সহ সভাপতি এনামুল হক, সহ সভাপতি মেহেদী হাসান বিটেন,পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ভোটারগন উপস্থিত ছিলেন।