দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ঘোড়ায় চড়ে প্রচারণা

0

স্টাফ রিপোটার: জামালপুরের সরিষাবাড়ীতে ঘোড়া প্রতীকের পোগলদিঘা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ঘোড়ায় চড়ে প্রচারণা করেছেন।মঙ্গলবার (২২ ডিসেম্বর) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে ঘোড়ায় চড়ে এ প্রচারণা করতে দেখা গেছে।
সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা গ্রামের পাটাবুগা গ্রামে ঘোড়ায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদ-প্রার্থী দেলোয়ার হোসেন ঘোড়া প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেছেন। প্রচারণা শেষে এক পথসভায় মিলিতি হন। সভায় পাটাবুগা গ্রামের লাভলু মিয়া সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদ-প্রার্থী দেলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন সমাজসেবক রহুল চৌধুরী,আমিনুল ইসলাম ভুইয়া প্রমুখ।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন বলেন, সমর্থকদের অনুরোধে পাটাবুগা গ্রামে ঘোড়ায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে একটু ভোট প্রার্থনা করেছি।
পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামের বাসিন্দা লাভলু মিয়া বলেন, আমাদের অনুরোধে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া নিয়ে ভোট চেয়ে পরে গ্রামে পথসভা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.