
স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে পাল্টা-পাল্টি হামলায় উভয় পক্ষের ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট সুইপার কলোনীর ২‘শ গজ উত্তরে ও জেটি ঘাট রোড়ে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামালপুর পুলিশের সদর সার্কেল জাকির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন।
প্রাথী সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী আনারস প্রতীকের প্রচারনার জন্য মাইক বের হয়ে জগন্নাথগঞ্জ ঘাট সুপাইপার কলোনী এলাকায় এলে নৌকা প্রতিকের প্রাথীর ভাতিজা র্নি মিয়া ও তার সহযোগী লোকজন হামলা চালিয়ে আনারস প্রতিকের প্রচার মাইক, সিএনজি চালিত এবং প্রাথীর মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন সহ চান ব্রিকস ইটভাটায় ভাঙচুর করে। এ ছাড়াও আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করার ঘটনা ঘটে। দু-পক্ষের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সর্মথক শাহানশাহ ও নূর আলম সহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। আহতদের মধ্যে শাহানশাহ ও নূর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকীদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানতে চাইলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) শাহীনুর রহমান শাহীন নৌকা প্রতিকের প্রার্থী বেল্লাল হোসেন এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নৌকা প্রতিকের প্রাথীর ভাতিজা রিপন মিয়া ও তার সহযোগী লোকজন আমার প্রচারনার সিএনজি মাইক ভাংচুর করেছে। তিনি আরও বলেন, আমার বাড়িতে অবরুদ্ধ করে রাখা সহ প্রচারণায় বাধাদান ও কর্মী-সমর্থকদের হুমকি সহ নির্বাচনী অফিস নৌকার লোকজন দখলে রাখা নিয়ে আমার কমী সমর্থকরা এর প্রতিবাদ করলে এ ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর সর্মথক রেজু,শাহান শাহ তার লোকজন জেটি ঘাট রোড়ে আমার প্রচারনার সিএনজি ও মাইক ভাংচুর করে মাইক নিয়ে যায় এবং লেবু মিয়াকে বাড়ী থেকে টেনে হেচড়ে বের করে মারধর করলে এ সংঘর্ষ বাধে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তকরে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।