দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

মাত্র তিন মাসের ব্যবধান

0

নীলফামারী থেকে সামসুজ্জামান সুমনঃ
সততা,নিষ্ঠার ও কর্মদক্ষতার মাধ্যমে কাজ করে যাচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন।জানাগেছে তিনি যোগদানের তিন মাসের ব্যবধানে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছেন।সেই সাথে তিনি অক্লান্ত পরিশ্রম করে তিনমাসে সতেরো হাজার দুইশত ভাতাভোগীর দারে দারে গিয়ে মাত্র দেরমাসের মাধ্যমে মোবাইল একাউন্ট যাচাই করেছে।এতে করে প্রত্যেকটি ভাতাভোগীরা তাদের নিজের মোবাইল একাউন্ট নম্বরে সুনিশ্চিতভাবে টাকা পাচ্ছে।এদিকে ক্যান্সার,কিডনি,লিভার সরোসি,স্ট্রকো ক্যারালাইজড,জন্মগত হৃদরোগ,থ্যালাসেমিয়া রোগের অনুদান প্রাপ্তিতে স্বচ্ছতা আনোয়ন করে মোট ২৯জন রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে তাদের মাঝে চেক প্রদান করেন।এ উপজেলায় অনলাইন ভিত্তিক প্রতিবন্ধী জরিপ চালু করে জরিপের কার্যক্রমে স্বচ্ছতা হয়েছে।যাতে করে প্রকৃত প্রতিবন্ধী সুবিধাভোগ করতে পারছে।এর পাশাপাশি অতিরিক্ত ভাতাভোগী সাত হাজার চারশত পষেটি জনের মোবাইল নম্বর যাচাই করেন তিনি।যাতে করে ভাতাভোগীরা তাদের নিজের মোবাইল একাউন্ট নম্বরে সুনিশ্চিতভাবে টাকা পান।
এবিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন বলেন আমি এ উপজেলায় আসার তিনমাস হয়েছি।এতিনমাসে আমার মেধা ও শ্রমদিয়ে এসব কাজ করে যাচ্ছি।আমি যতদিন থাকব ততদিন সততার সাথে কাজ করে যাব।

Leave A Reply

Your email address will not be published.