
স্টাফ রিপোটার :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পল্লী টিভি’র সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কে পল্লী টিভিতে গুরুত্বপুর্ণ সংবাদ প্রকাশ করায় পল্লী টিভি কর্তৃপক্ষ সংবধিত করায় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন।এ ছাড়াও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবে সদস্য “দ্য ডেইলী মুসলিম টাইমস” সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,“দৈনিক মুক্ত খবর”সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ,“মুভি বাংলা টিভি” সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি রাইসুল ইসলাম সহ চার সাংবাদিককে এ সংর্বধনা দেওয়া হয়েছে।
আজ রোববার (২০ ফেব্রুয়ারী) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যবৃন্দের আয়োজনে সাংবাদিকতা পেশাকে উৎসাহিত ও বেগমান করার লক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে দৈনিক নবতান ও দ্য ডেইলী ডাইক পত্রিকার সম্পাদক মো: মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন। এতে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রথম আলো সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আবুল হোসেন পরিচালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন সংবর্ধিত সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পল্লী টিভি সরিষাবাড়ী প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য কামরুল ইসলাম প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পল্লী টিভি’র সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কে পল্লী টিভি কর্তৃপক্ষের দেয় ক্রেষ্টটি সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবকে উৎস্বর্গ করে অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে তুলে দেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।