স্টাফ রিপোর্টার-
জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স কক্ষে পৌর সভার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা চিত্রাঙ্কনে ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক. উপজেলা একাডেমিক সুপারভাইজার এ,টি,এম রুহুল আমিন বেগ,সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন।