স্টাফ রিপোটার : ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগে জড়িত আসামিদের গ্রেফতার এবং উক্ত স্থানে গৃহিত উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা ও জানমাল হেফাজতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গুজব হুজুগ সন্ত্রাস নয়, উন্নয়ন হোক দেশময়” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে শেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১শে মার্চ সোমবার সকাল ১০ টায় শেরপুর শহরে অবস্থিত পালকি চাইনিজ রেস্টুরেন্টে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মুমিনুর রহমান পান্না ।
এ সময়ে উপস্থিত ছিলেন শেরপুর জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক লুৎফর রহমান সাদিক, শেরপুর জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান আলিফ, শেরপুর জেলা হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউর কবির এনামুল , জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক সুমন মিয়া, শ্রীবর্দী উপজেলা সভাপতি নুরুন্নবী মোস্তফা নবীন , নালিতাবাড়ি উপজেলা সভাপতি রাতুল হাসান, নকলা উপজেলা সভাপতি মাসুদ রানা, প্রমুখ ।
জেলা হেযবুত তওহীদের সভাপতি মুমিনুর রহমান পান্না বলেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন। ১৯৯৫ সালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের সন্তান এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী এই আন্দোলন প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠার পর থেকেই এই আন্দোলন ধর্মব্যবসা, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, অপরাজনীতি, নারী নির্যাতন ইত্যাদি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে আমরা নোয়াখালীর সোনাইমুড়িতে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় স্থাপন করেছি।এছাড়া শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল নির্মাণ করেছি।আরও রয়েছে মসজিদভিত্তিক মক্তব যেখানে সকল বয়সের মানুষকে নৈতিক মূল্যবোধ ও দীনের প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা হচ্ছে। এ উন্নয়নের ধারাকে নষ্ট করার জন্য পায়তারা করছে ।
২০১৬ সালের ১৪ই মার্চে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাটের পোরকরা গ্রামে মিথ্যা গুজব রটিয়ে হেযবুত তওহীদের মাননীয় এমামের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রকাশ্য দিবালোকে দুইজনকে জবাই করে হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে যারা জড়িত ছিল ও পরোক্ষভাবে যারা ইন্ধন যুগিয়েছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা হলে সেটাকে বিচারহীনতারই নামান্তর মনে করা হয়।কাজেই বিচারের নামে দীর্ঘসূত্রিতা যেন না হয় সে ব্যাপারে আমরা সরকারের পদক্ষেপ আশা করি। হামলাকারীদের মধ্যে অনেকেই রয়েছে যাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি, গ্রেফতারও করা হয়নি, কিন্তু এখন তাদের নাম, ঠিকানা ও হামলায় জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বেরিয়ে আসছে। এই হামলাকারীদেরকেও দ্রুত গ্রেফতার করে সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে বা যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ।
BREAKING NEWS
- শেখ হাসিনা‘কে নিয়ে ছাত্রদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
- নগরকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-২০২২ এর শুভ উদ্বোধন
- কিশোরগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সহ আটক-২
- কালবৈশাখী ঝড়ে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের টিনের চালা উডিয়ে নেয়ায় পাঠদান ব্যাহত
- ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- স্বর্গীয় বাবু শম্ভ কমল রায় ও পরমানন্দ ভৌমিক এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত
- টাংগাইলের ধনবাড়ীতে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
- গ্রাম্য সালীশের সিদ্ধান্তে ধর্ষকের সাথে অন্ত:সত্ত্বা কিশোরীর বিয়ে
- দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত