স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার প্রান কেন্দ্রে অবস্থিত ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ঐশী সিটি সেন্টার ও ইপশী শপিং কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) সন্ধায় পৌর সভার মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়কের এলিন ট্রেড সেন্টারের ফিতা কেটে এর শুভ উদ্বোধনের করা হয়েছে।
এর শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সাংগঠনিক সম্পাদক ও এলিন ট্রেড সেন্টারের মালিক আনিছুর রহমান এলিন, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, আব্দুর রাজ্জাক স্বপন, আব্দুস সালাম জিএস সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, পৌর সভার প্রান কেন্দ্রে মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়কের পার্শ্বে মনোরম পরিবেশে আধুনিক সুলভ মুল্যের চাহিদা মোতাবেক মার্কেটিং করার জন্য একমাত্র প্রতিষ্ঠান এলিন ট্রেড সেন্টারের সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
এখানে মার্কেটিং পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে এক হাজার টাকার পন্য কিনলেই ১টি কুপন ফ্রি র্যাফেল ড্র এর মাধ্যমে ১ম আকর্ষণীয় পুরস্কার মোটর সাইকেল ও ফ্রীজ । যাহা ঈদের ৩য় দিন অনুষ্ঠিত হবে মার্কেট প্রাঙ্গনে। উদ্বোধন শেষে দোয়া -মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।