স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৭৩ সালের জাতীয় সংসদ সদস্য, অস্থায়ী মুজিবনগর সরকারের অর্থ কমিটির অন্যতম সদস্য, মহান স্বাধীনতা যুদ্ধে ১১ নং সেক্টরের ইয়ুথ ক্যাম্পের সভাপতি ও শরণার্থী শিবিরের নির্বাচিত সভাপতি,সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ প্রায় অর্থ–শতাব্দীর সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত আলহাজ্ব আব্দুল মালেক এর আত্নার মাগফিরাত কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রয়াত নেতা আব্দুল মালেকের নামীয় মসজিদে প্রয়াত আলহাজ্ব আব্দুল মালেক এর ছেলে মন্জুরুল ইসলাম বিদ্যুৎ এর উদ্দ্যেগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল গনি, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক মন্জরুল ইসলাম বিদ্যুৎ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা অংশ গ্রহন করেন। উক্ত ইফতার ও দোয়া মাফিলের আয়োজক প্রয়াত আলহাজ্ব আব্দুল মালেক এর ছেলে মন্জুরুল ইসলাম বিদ্যুৎ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।