ষ্টাফ রিপোটার : সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে জামালপুরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আঞ্চলিক উন্নয়নের সমন্বয়ক ও বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয় সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। সভাপতিত্ব করেন. সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সহ– সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল |
আমন্ত্রিত অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক ।
ইফতার মাহফিলে অনান্যদের মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,কামরাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম,কাউন্সিলর আব্দুল হক তরফদার,শিমলাবাজার টাউন বর্ণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ, সাধারন সম্পাদক আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও আমন্ত্রিত অতিথি বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।