এস.এম আব্দুর রাজ্জাক,
টাংগালের মধুপুুর উপজেলার চাকন্ড মুলবাড়ী গ্রামের মো দেলোয়ার হোসেন এর ছেলে আবু হানিফ এর বিরুদ্ধে টাংগাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্র্থ আদালত ২০২০ ইং সালে সি.আর ৩৭২/২০১৬ ও পারিবারিক১৭৭/২০১৬নং মামলায় এক বছরের জেল ও ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন আদালত। তার পর হতে আসামী আবু হানিফ পরাতক রয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, মধুুপুর উপজেলার উপজেলার চাকন্ড মুলবাড়ী গ্রামের মো দেলোয়ার হোসেন এর ছেলে আবু হানিফ এর সাথে তার স্ত্রী ফরিদা বেগম এর সাথে পারিবারিক কলহের জের ধরে ফরিদা বেগম ২ কন্যা সন্তান নিয়ে বাবার বাড়ীতে চলে আসেন । আর সেই থেকে ফরিদা ও তার দুুই কন্যা সন্তানের খোজ খবর না নেওয়ার কারনে ২০১৬ সালে টাংগাইল আদালতে ফরিদা বেগম বাদী হয়ে টাংগাইল আদালতে পারিবারিক ও যৌতুুক নিরোধ আইন ১৯৮০ এর ৪ ধারায় মামলা করেন। মামলা দুটি ৪ বছর চলার পর মালায় মাননীয় আদালত মো: আবু হানিফ কে দোষী সাব্যস্ভ করে এক বছর বিনাশ্রম কারদন্ড এবং ২০০০/টাকা জমিমানা অর্র্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার আদেশের পর হতে আসামী কৌশলে দেশের বাহিরে চলে যায়। যার ফলে আদালতের আদেশ/রায় পেয়ে আজ অন্য মানুষের বাড়ীতে জি এর কাজ করে ২টি শিশু কন্যা সস্তান নিয়ে মহা বিপাকে পড়ে আছে ফরিদা বেগম। ইতি মধ্য জেল পলাতক আসামী আবু হানিফ বিদেশ থেকে ফেরত এসে নতুন করে বিয়ে করে সংসার করার চেষ্ঠা করে যাচ্ছে। শুধু তাই নয় আগামী কয়েক দিনের মধ্য জেল পলাতক আসামী আবার দেশের বাহিরে কুয়েত যাওয়ার জন্য ভিসা পসেসিং করেছে বলে বিশেষ সূত্রে জানাযায়। মামলার বাদী ফরিদা বেগমের দাবী দ্বীঙ্গ দিন মামলা চলার পর আদালতের ন্যায় বিচার পেলেও বাস্তবে কোন ফল পাচ্ছি না। এখন শুধু পুলিশ প্রশাসন যদি সহযোগিতা করে তবে আমি ন্যায় বিচার পাব। আমি দাবি জানাব বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ঢাকা এয়ারর্পোট প্রতি আপনার যদি একটু সহযোগিতা করেন তবে আমার মামলার জেল পলাতক আসামী মো দেলোয়ার হোসেন এর ছেলে আবু হানিফ আর দেশের বাহিরে যেতে পারবে না। সমাজের মানুষের প্রতি ফরিদা বেগম দাবি করেন, আমি আজ বড় অসহায় হয়ে পরেছি। আমাকে ২ টাঁ সন্তান নিয়ে বাচার সুযোগ দিন। আমি দ্বীঙ্গ দিন মামলা পরিচালনা করে আজ আদালতের রায় পেয়েছি। আপনার শুধু ন্যায় পাওয়ার সহযোগিতা করুন।
BREAKING NEWS
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত
- চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটের অভিযোগ
- টাংগাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত
- ঠাকুরগাঁওয়ে গাঁজা গাছসহ আটক জলিল
- চোরাই মহিষ ও পিকআপসহ ছয় চোরকে গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ
- নগরকান্দায় হাসিনা- সাত্তার ইসলামিক এতিমখানায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ধনবাড়ী সরকারি কলজেে ২০২২/২৩ একাদশ শ্রণেরি ক্লাস উদ্বোধন
- টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি খান ফজলু, সম্পাদক বাদল
- প্রেসক্লাব মধুপুরের আয়োজনে জাতীয় উদ্যানে আনন্দ ভ্রমন
- যমুনা সারকারখানার জিএম প্রশাসনের সাথে উৎশৃঙ্খলতায় জডিত সিবিএ’র সভাপতি ও সাধারন সম্পাদক সহ ১৩ জনকে শোকজ