স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ীতে এতিম শিশু ও হতদরিদ্রপরিবারের পাশে ঈদ সামগ্রী নিয়ে ওয়ার্ক অন ওয়েল ফেয়ার ট্রাষ্ট সংগঠনের বিলবালিয়া ভ্যানুর সদস্যরা। রোববার(০১মে) সকালে উপজেলার সেঙ্গুয়া ওয়ার্ক অন ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে এক শত এতিম শিশুর মাঝে পান্জাবী পায়জামা, ২শত হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই,চিনি,গুড়ো দুধ, সাবান, বিতরন করা হয়েছে।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ক অন ওয়েল ফেয়ার ট্রাষ্ট বিলবালিয়া ভ্যানু এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে প্রকৌশলী মহবুবুর রহমান হেলাল উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিষেশ অতিথী হিসেবে বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম, ওয়ার্ক অন ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ঈদ সামগ্রী পেয়ে খুশী এতিম শিশু ও হতদরিদ্র পরিবারের সদস্যরা । অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ক অন ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।