মো: শহিদুল্লিাহ সিনিয়র স্টাফ রিপােটার
টাঙ্গাইলের মধুপুরের ৮ টি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় টিকেট পেয়েছেন কুড়ালিয়া ইউনিয়নে আব্দুল মান্নান, মহিষমারা কাজী আব্দুল মোতালেব,আউশনারা গোলাম মোস্তফা, বেরিবাইদ জুলহাস উদ্দিন, অরণখোলা আব্দুর রহিম, কুড়াগাছা ফজলুল হক সরকার, ফুলবাগচালা রেজাউল করিম বেনু ও শোলাকুড়ি ইউনিয়নে এড. ইয়াকুব আলী। ৮ টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে কুড়ালিয়া ইউনিয়নে আব্দুল মান্নান নতুন। অন্যান্য ৭ টি ইউনিয়নের গতবারের প্রার্থীরাই মনোনয়নের টিকেট পেয়েছে। (এসব তথ্য দলীয় সূত্রে জানা গেছে)
এদের মধ্যে কুড়ালিয়া টিকেট প্রাপ্ত আব্দুল মান্নান ও শোলাকুড়ির এড. ইয়াকুব আলী ব্যতিত অন্যান্যরা সবাই বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছে।