স্টাফ রিপোটার : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ফসলাদি, ফলদ ও বনজ বৃক্ষ ও বৈদ্যতিক খুঁটি ভেংগে পড়া সহ পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের তিন তলার উপর নির্মিত টিনের চালা উডিয়ে নিয়ে যায় । ফলে বিদ্যালয়ের শিক্ষাথীরা খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। এ ঘটনায় পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক রোববার(২২ মে) বিদ্যালয়টিতে পরির্দশন করেছেন।
শনিবার (২১ মে) ভোর সাড়ে ৪ টার সময় উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার ৮ ইউনিয়নের পাকা ধান ,বড় বড় গাছের ডালপালা সহ মূল উৎপাটন ও বৈদ্যুতিক খুঁটি ভেংগে পড়েছে। সরেজমিনে লক্ষ করা গেছে পিংনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঘআছড়া গ্রামের সন্নিকটে ৬টি বৈদ্যুতিক খুঁটি ভেংগে পড়েছে। কোন কোন স্থানে রাস্তার উপর গাছ ভেংগে পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়াও ঝড়ে পিংনা ইউনিয়নের বাসুরিয়া নরপাড়া এলাকার আনিছুর রহমান এর স মিলের ঘর লন্ড ভন্ড সহ পাশের মিনহাজ তালুকদারের ২য় তলার উপর নির্মিত টিনের চালা উডিয়ে নেওয়ায় ক্ষতিগ্রস্থ হয়। বসত ঘরের উপর গাছ পড়ে আব্দুল মান্নান ও রফিকুল ইসলাম, সহ বেলাল হোসেন,রাসেল মিয়া,শ্রী বাদল এবং মোতালেব এর বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়।
জানতে চাইলে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ জানান, বিদ্যালয়ের তিন তলার উপর নির্মিত টিনের চালা কাল বৈশাখী ঝড়ে উডিয়ে নেয়ায় শিক্ষাথীদের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।