এস কে সিরাজ,শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার সুন্দরবনের ঝাড়খালী নামক স্থানে বাঘের থাবায় মধু আহোরন কারী কওছার নামের এক মৌয়ালের মৃত্যু হয়েছে। সে শ্যামনগর উপজেলার
গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাক গাইনের পুত্র। সে গত ৫ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ফরেষ্ট স্টেশন থেকে পাশ পারমিট নিয়ে মধু আহোরন করতে গেলে রোববার সকালে বাঘের হামলার শিকার হন।
তার সঙ্গী শহিদুল ইসলাম বলেন,বাঘে কওছারকে থাবা মেরে টেনে হেচড়ে গভীর বনে ভিতরে নিয়ে যায়।আমরা সাতজনের একটি দল বহু খোজাখুজি করে তার লাশ উদ্ধার করতে পারিনি।
সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসসিএফ) এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত সীমান্তে হওয়ায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।