মো: রমজান আলী:
জামলপুরের ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজের পরিচালনা পরিষদের নবাগত সভাপতি’র সাথে কলেজের অধ্যাপক মন্ডলীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় সরিষাবাড়ী কলেজ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবং তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ বক্তব্য রাখেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় কলেজের সকল অধ্যাপক মন্ডলী উপস্থিত ছিলেন।
নবাগত কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কলেজে এল তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান ও উপাধ্যক্ষ মিজানুর রহমান। এ সময় শিক্ষার্থীরা ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরণ করে নেন। নবাগত সভাপতিকে কলেজের বিএনসিসি/রোবার স্কাউটরা গার্ড অব অনার প্রদান করেন। পরে কলেজ পরিচালনা পরিষদের প্রথম সভা কলেজের অধ্যক্ষ এর কক্ষে অনুষ্ঠিত হয়।