রোকসানা আক্তার,ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম অর্জনের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালী করা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুনার রশীদ হীরা বক্তব্য রাখেন। আরোও বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খন্দকার মন্জরুল ইসলাম তপন,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল,সহ সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি হাফিজুর রহমান তালুকদার (শোভা), ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুল হুদা,ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী,জনপ্রতিনিধি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Top of Form
Bottom of Form