মাত্র ১০ মাস বয়সেই রেলে চাকরি পেয়েছে এক কন্যাশিশু! ভারতীয় রেলের রায়পুর ডিভিশনে ইতিহাস তৈরি হয়েছে তার হাত ধরেই। এমন ঘটনা আগে কখনো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছত্তীশগড়ের ভিলাইয়ের পিপি ইয়ার্ডে কাজ করতেন ওই মেয়েশিশুটির বাবা রাজিন্দার কুমার। কিন্তু গত বছর তিনি ও তার স্ত্রী একটি পথ দুর্ঘটনায় মারা যান। বাবা-মায়ের মৃত্যুর কারণে রেলের তরফে তার পাশে থাকা হবে। চাকরি দেয়া হবে তাকে। তার জন্যই একরত্তির নাম রেজিস্টার করা হয়েছে। ফলে ১০ মাসেই চাকরি পেয়ে গেছে মেয়েটি।
রেলের সিনিয়র ডিভিশনাল পার্সোনেল অফিসার উদয় কুমার ভারতী বলেন, রেলে মেয়েরা চাকরি করতেই পারেন। এ ক্ষেত্রে বাচ্চা মেয়েটির ভবিষ্যৎ নিশ্চিত করতে আগেভাগে তার নাম রেজিস্টার করে রাখা হলো, যাতে ভবিষ্যতে তাকে কোনো সমস্যায় পড়তে না হয়।
তিনি আরও জানান, বাচ্চাটিকে মানুষ করে তুলতে যা যা দরকার–সব রকম সহায়তা করবে রেল। একই সঙ্গে তার পরিবারের লোকজনকে বাচ্চাটির যত্ন নিতে, তাকে যথাযথ শিক্ষা দিতে বলা হয়েছে।