স্টাফ রিপোটার : অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই –ই আসে এ প্রতিপাদ্য কে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষাবাড়ির উদ্যোগে ও ২০২১-২০২২ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এ কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখেন ।
এতে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত সচিব,পরিচালক আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে এর উদ্ভোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলি আক্তার বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন মিয়া পরিচালনা করেন।এ সময় উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা,সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজিবীগন উপস্থিত ছিলেন। মেলায় ১৬ টি স্টলে ২ শতাধিক প্রজাতির ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা সরবরাহ করা হয়েছে।