এফ.এ.মানিকঃ ফরিদগঞ্জে ২ শিক্ষককে অপসারণের দাবিতে মাদ্রাসার সামনে অবস্থান নেন এলাকাবাসী।
৪ ঠা আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায়
ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হর্নি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার খন্ডকালীন ২ শিক্ষক আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন প্রতিষ্ঠানে আসার পর থেকে কোচিং বানিজ্য সহ কারনে অকারনে ছাত্রছাত্রীদের মারধর এবং পরীক্ষার সময় প্রশ্নপত্র পাশ করা শিক্ষক কতৃক ছাত্রী হেনস্তায় জড়িত থাকায় ২ শিক্ষককে অপসারণের দাবীতে মাদ্রাসার মূল গেটের সামনে অবস্থান করে এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন মোঃ সেলিম হোসেন।
অবস্থান কর্মসূচি শেষে মাদ্রাসার সুপারের হাতে লিখিত অভিযোগ হস্তান্তর করা হয়।
অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ সুমন, মাওলানা মোঃ আবু হানিফ, মাওলানা মোঃ হেজবুল্লাহ।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা সফিকুর রহমান বলেন আমার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছে আমি এবিষয়ে ম্যানেজিং কমিটির সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।