স্টাফ রিপোটার : পুলিশের বিশেষ অভিযানে ভুয়া মেজর লিটন গ্রেফতার করেছে। লিটন মিয়া সরকারী বিভিন্ন দপ্তরেরর অফিস প্রধান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ বিভিন্ন পেশাজিবী,ব্যবসায়ী,পুলিশের উধ্বর্তন কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর, কর্ণেল, দুদক কর্মকর্তা, সিআইডি অফিসার পরিচয়ে বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে টাকা দাবী করে এবং অর্থ আত্মসাৎ করে আসছিল। গতকাল বুধবার (২৪ আগষ্ট) দুপুরে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার বাসষ্ট্যান্ড এলাকার শহিদুল্লা’র দোকানের সামনে থেকে প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। লিটন মিয়া দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে এ প্রতারনা করে আসছে বলে ভুক্তভোগীদের দাবী। প্রতারণার শিকার ভূক্তভোগীগন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে প্রতারককে তথ্য প্রযুক্তির মাধ্যমে লিটনি মিয়া কে সনাক্ত করা হয়। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এস আই আব্দুল খালেক বাদী হয়ে ভুয়া মেজর লিটন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সন্দেহভাজন প্রতারক লিটন মিয়া সরিষাবাড়ী পৌর সভার বাউসী বাঙ্গালী পাড়া সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশের সাফল্য অর্জিত হলো বলে সচেতন মহল মত প্রকাশ করেছেন এবং পুলিশের এ ধারা অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান,ভুয়া মেজর লিটন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার পর ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের সোপর্দ করা হয়েছে।