স্টাফ রিপোটার:
জামালপুরের সরিষাবাড়ীতে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম থেকে ১০ জন দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে এডিপি’র অথায়নে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক আবুল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।