স্টাফ রিপোটার :জামালপুরের সরিষাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সরিষাবাড়ী সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। ২০২২-২০২৩ ইং অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ৩৪৪.৮৩ কেজি পোনা মাছ উন্মুক্ত জলাশয়ে অবমুক্তকরণ করা হয়েছে।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্রাচার্য,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন মিয়া,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।