স্টাফ রিপোটার: জামালপুরের সরিষাবাড়ীতে সম্মুখ যুদ্ধ দিবস পালিত হয়েছে । সোমবার(১০ অক্টোবর) সকালে সম্মুখ যুদ্ধ দিবস উপলক্ষে বাউসী পপুলার মোড় মুক্তিযোদ্ধা স্মরণীতে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পৌর মেয়র মনির উদ্দিন সহ মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে ১০ অক্টোবর বাউসি পপুলার মোড়ে পাকিস্তানি বাহিনীরা রেলওয়ে ব্রিজ ভাঙ্গতে আসলে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। এতে ৪জন নিহত ও ৬ জন আহত হয়।