বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের কাছে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হার অনেকটাই পেছনের পায়ে ঠেলে দিয়েছে টাইগারদের। ঘুরে দাঁড়ানোর জন্য সাকিব আল হাসানরা আজ রবিবার (৩০ অক্টোবর) পেয়েছে জিম্বাবুয়েকে। ম্যাচের শুরুর সৌভাগ্যটা অবস্য জিতেছে বাংলাদেশ। টস জিতলেন সাকিব আল হাসান এবং জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ ঘাম ঝরাতে দেখা গেছে ইয়াসির আলী রাব্বিকে। কোচ জেমি সিডন্স উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে তাকেও সময় দিয়েছেন নিবিড়ভাবে। যা কাছ থেকে দাঁড়িয়ে দেখেছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও ম্যানেজার খালেদ মাহমুদ। ফলে ইয়াসিরের দলে ঢোকার বিষয়ে গুঞ্জনটা চলছিল কাল। আজ সে গুঞ্জনই সত্যতা পেল। তিনিই ঢুকলেন মেহেদি হাসান মিরাজের জায়গায়।
বাংলাদেশ একাদশ:- নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ:- রেজিস চাকাবভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, ব্র্যাড ইভান্স, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।