রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ার পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট দানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসব মুখর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মোঃ জিয়াউর রহমান ১৭২ ভোট পেয়ে প্রথম হন। ১৫৯ ভোট পেয়ে দ্বিতীয় হন মোঃ জসীম উদ্দিন । ১৪৬ ভোট পেয়ে তৃতীয় হন মোঃ ওমর আলী ও লটারি তে ১৪৩ ভোট পেয়ে চতুর্থ হন শৈলেন চন্দ্র রায়।
উল্লেখ্য, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৩৭৬ জন। কাস্টিং হয়েছে ৩২২ ভোট। নির্বাচনে প্রত্যেক ভোটার ৪টি করে ভোট দিতে পেরেছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দিন (সাজু), স্কুল কমিটির সভাপতি মুক্তা রানী দাস সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের Si দ্বীপেন্দ্র রায় এর নেতৃত্বে একদল পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।