মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল -স্টাফরিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অন্যমত শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত মৃত্যুবরণকারীদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সিদ্দিকীর পরিচালনায় অত্র বিদ্যালয়ের সম্পৃক্ত মৃত্যুবরনকারী জমিদাতা সদস্য, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ, সাবেক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের মৃত্যুবরনকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলা ২ ঘটিকার সময় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলনায়তনে সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামছুল হকের সঞ্চালনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা এহতেশামউল হক। উক্ত দোয়া মাহফিলে সিনিয়র শিক্ষিকা জেবুন্নেছা দীপ্তির স্বামী মরহুম আবু হানিফা সহ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য আওয়ামীলীগ নেতা মো. শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল রোড স: প্রা: বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম রতন, সাংবাদিক শাহজাহান ফকির, মাও. হুমায়ূন কবির, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারিছ উদ্দিন ভূইয়া, মো. হাবিবুল্লাহ, ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. উমর ফারুক, হিসাব রক্ষক আঃ বারেক, আলফা হাসিনা লাকী, শাপলা আক্তার, নাজনীন আক্তার, মিনা আক্তার সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।