স্টাফ রিপোটার : সারাদেশব্যাপী বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক এর উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ডিসেম্বর )জামালপুর জেলার সরিষাবাডী উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর সঞ্চালনায় পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, সরিষাবাডী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা , সরিষাবাডী উপজেলা ঘাতক দালাল র্নিমুল কমিটির সভাপতি আ ফ ম ডাঃ শাহানশাহ মোল্লা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম ফজলুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সহ সভাপতি তোজাম্মেল হক টিটু, সরিষাবাডী উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আসাদুজ্জামান পপি, উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহীন,উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ছাত্রলীগ কমী আলভি আরাফাত আলভী প্রমুখ। প্রতিবাদ বিক্ষোভ মিছিলে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা অংশ নেন।