কাতার বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের এবারের আসরেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে দলটি। হেক্সা মিশন সম্পন্ন করতে প্রাণপণ লড়ে যাচ্ছে। তাদের এ লড়াইয়ে আরও উদ্বুদ্ধ করতে দারুণ এক প্রস্তাব রাখলেন ব্রাজিলিয়ান মডেল ডায়ান টোমাজন।
২৪ বছর বয়সী এই মডেল ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি গোল আলাদাভাবে উদ্যাপন করবেন তিনি। দলটি গোল করলেই টপলেস হবেন তিনি। সেই ছবি প্রকাশ করবেন সামাজিক মাধ্যমে। সপ্তাহ খানেক আগে এ ঘোষণা দিয়েছেন ডায়ান। তিনি বলেছেন, ‘প্রতিটি গোলের পরই ভক্তদের সঙ্গে টপলেস ছবি ভাগাভাগি করব।’
মডেল হিসেবে খুব একটা আলোচিত নন ডায়ান। তাই অনেকে ভাবছেন, নিজের পরিচিতি বাড়াতেই এমন ঘোষণা দিয়েছেন তিনি। তবে এসব গায়ে মাখছেন না এই মডেল। তিনি মনে করছেন, এবারের বিশ্বকাপ জেতার যোগ্যতা রাখছে ব্রাজিল। একটু মাথা ঠাণ্ডা করে খেললেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে তারা।
এর আগে এমন ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান মডেল টাটি ওয়েগ। নেইমার বাহিনী ফাইনালে উঠলে নিজের নগ্ন ছবি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।