ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধি
টাংগাইলের ধনবাড়ী পৌর শহরের প্রাণ কেন্দ্র ধনবাড়ী সরকারী কলেজের ও ধনবাড়ী বাজারের চলাচলের গুরুতর্পূণ রাস্থায় গত বেশ কিছু দিন যাবত রাস্থার মাঝ পথে কালপার হালকা ব্রিজ নির্মান করলেও জনগণ সহ সরকারী কলেজে যাওয়ার জন্য ছাত্র/ছাত্রীদের কোন ব্যবস্থা না করে নির্মান কাজ করে যাচ্ছে ঠিকাদার। নিজের কাজ হাসিল করার জন্য গত বেশ কিছু দিন যাবৎ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। রাস্থায় চলাচলের জন্য কোন ব্যবস্থা না থাকায় আজ প্রতিদিন ১৫/২০ জন করে সাধারণ মানুষ দূঘটনায় অনেকেই আজ হাত,পা, শরীরের নানা অংশে গুরুতর আহত হয়ে আজ নানা সমস্যায় রয়েছে। প্রতিকার চেয়েও কোন প্রতিকার পাচ্ছে না পৌরবাসীসহ সাধারণ জনগণ। কবে প্রতিকার পাবে এই মরণ ফাদ থেকে। কর্তৃপক্ষের প্রতি সচেতন মহলের দাবি ঠিকাধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পৌর সভার মেয়র এর প্রতি সাধারণ মানুষের দাবি অতিদূত উক্ত স্থানের দূঘটনা হতে মানুষ কে রক্ষা করুন।
দর্জি রোড কলেজ রোডের সংযোগ স্থলের নির্মাণাধীন ড্রেনের গর্তে পড়ে আজ 22/০১/২০২৩ ইং ভোর ৪ঃ৩০ টা ১৫ তম দুর্ঘটনার স্বীকার হয়ে মারাত্মকভাবে আহত হলেন ধনবাড়ীর চরভাতকুরার ছত্তরপারর অটোরিকশা চালক #জহের সহ আরও ২ জন হয়েছে ।সকলের প্রতি অনুরুধ থাকলো উল্লেখিত স্থান দিয়ে যাতায়াতের সময় সাবধানতার সাথে যাতায়াত করতে।




Md. Al Mamun, Md Alamgir Hosen and 130 others