
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
এসো মানসম্মত শিক্ষা গ্রহণ করি,প্রযুক্তি দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি উপজেলা শাখা, কলেজ শাখা ও লতিবান ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ ও উল্টাছড়ি ইউনিয়ন, পানছড়ি সদর ইউনিয়ন, লোগাং ইউনিয়ন উপ-শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ ) সকাল ১০ টার সময় ত্রিপুরা কল্যাণ সংসদ ভবন মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এই সময় ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম পানছড়ি শাখার সভাপতি তমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোমেন ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরত্ন চাকমা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,পানছড়ি থানার প্রতিনিধি এস আই মহিউদ্দিন, ৪নং লতিবান ইউনিয়নের চেয়ারম্যান ভূমিধর রোয়াজা, ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরা,সাবেক সভাপতি মুনিন্দ্র লাল ত্রিপুরাসহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস); ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য টুমনি ত্রিপুরা, (টিএসএফ)পানছড়ি শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।