
আবার জুরানের চায়ের দোকানটি পুনরায় খুলে বসেছে। তারপরেও এখন আগের চেয়ে মাদক সেবনকারী বৃদ্ধি হয়েছে । দরিসয়াগ্রামবাসী আরো জানান গ্রামসহ বহিরাগত মাদক সেবনকারীর একমাত্র আসতানা জুরানের চায়ের দোকান। তাছাড়া এই মাদক সেবনকারীদের দরিসয়া গ্রামের কোথাও বসার জন্য জায়গা নেই।