দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সাংবাদিক মিলনের বাবা

0

বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমা কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেছি।ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে।তোমার মতো আপন কেহ পায়ইনা তো আর খুঁজে তাইতো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে সুখে থেকো পরমন সুখে জান্নাতের ভিতরে।তোমার কথা হৃদয়ে মাঝে পড় বারে বারে। বাবা গো ও বাবা…

Leave A Reply

Your email address will not be published.