
স্টাফ রিপোর্টার মেহেদী হাসান খানঃ সরিষাবাড়ী উপজেলা এর আওনা ইউনিয়ন এর ৪৪নং পঞ্চাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় ভিডিও এবং ছবি তোলার সময় বাধা দেয়া হয়। সরিষাবাড়ি এর ঠিকাদার আনোয়ার হোসেন রাঙ্গা এর লোকজন এই বাধা প্রদান করে।
বিষয়টি ধনবাড়ী উপজেলা এর নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন মহোদয় ও ধনবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা ম্যাডাম কে জানানো হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।কিন্তু বালু উত্তোলনকারীরা ধনবাড়ী উপজেলা এর ভূমি অফিসের নায়েবকে সাত পাঁচ বুজিয়ে পাঠিয়ে দেন। পরবর্তীতে জসীম উদ্দীন হায়দার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল মহোদয় এর নির্দেশে আবারো ধনবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করান। তখন বালু উত্তোলনকারীরা বলে যে এটা সরিষাবাড়ী এর সীমানা থেকে তোলা হচ্ছে। পরবর্তীতে ধনবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা ম্যাডাম জানান যে বিষয়টি সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ( ভূমি) সাদ্দাম হোসেন মহোদয় কে জানানো হোক। কারণ সীমানার বিষয়টি বিতর্কিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী ও সরিষাবাড়ী উপজেলা এই দুই উপজেলারই সীমানা। নদীটি দুই উপজেলারই মাঝখান দিয়ে বয়ে গেছে।
পরবর্তীতে সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন মহোদয়কে জানানো হয়। তিনি জানান, দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।