
রমজান আলী:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত কাজিমুদ্দিন এর ছেলে আ: আজিজ ভাই খলিলুর রহমান এর সাথে আপন মেজু ভাই আব্দুল মজিদ এর সাথে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসাছিল। ঘটনার দিন আব্দুল মজিদ সপরিবারে মিলে বড় ভাই আবদুল আজিজের ছেলে ইউসুফ আলী, দেলোয়ার হোসেন, মা ফিরোজা বেগম সহ পাঁচজনকে বাঁশেরলাঠি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ।
বিরোধের জের ধরে গত ১০ এপ্রিল ইফতারে আগে আব্দুল মজিদ, স্ত্রী ফাহিমা বেগম, ছেলে হারুন মিয়া, মেয়ে ফারজানা খাতুন সপরিবারে মিলে,বড় ভাই আবদুল আজিজের ছেলে ইউসুফ আলী, দেলোয়ার হোসেন, মা ফিরোজা বেগম, দেলোয়ার হোসেন এর স্ত্রী রুমা আক্তার সহ পাঁচজনকে বাঁশেরলাঠি, লোহার রড, দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে জানা যায়।
ঘটনার পর স্থানীয়এলাকাবাসী আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর তাদেরকে পুনরায় হুমকি দেওয়া হলে ইউছুব আলী বাদী হয়ে ধনবাড়ী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় এলাকাবাসী জানান, বিয়ষটি নিয়ে বেশ কয়েক বার শালিশী বৈঠক হলেও আ; মজিদ কোন শালিশ না মানায় একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে আ: মজিদ। স্থানীয় গণমান্য ব্যক্তিরা সংবাদকর্মীদের জানান আ: মজিদ স্থানীয় ভাবে একজন খারাপ মানুষ। তিনি স্থানীয় সহ বিভিন্ন এলাকার মানুষ এর নিকট হতে সোনালী ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন । যার শালিশ বিচার প্রতিদিন করতে হয়।
বিষয়টি নিয়ে বিবাদী আব্দুল মজিদ এর সাথে যোগাযোগ করিলে তিনি সংবাদ কর্মীদের বলেন, আমার গ্রামের মানুষ সব এক হয়ে আমাকে গ্রাম থেকে তারানোর জন্য চেষ্ঠা করেছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।