স্টাফ রিপোর্টার মেহেদী হাসান খান :
জামালপুর জেলার সদর থানাধীন সাহাপুর (তালতলা) এলাকায় একাধিক ছিনতাই মামলার ছিনতাইকারী দলের প্রধান-কে আটক করেছে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন সাহাপুর (তালতলা) এলাকায় অভিযান পরিচালনা করে সুইচ গিয়ার চাকুসহ একজন একাধিক ছিনতাই মামলার ছিনতাইকারী দলের প্রধান মোঃ রতন মিয়া (২৫) কে ১২ এপ্রিল ২০২৩ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় গ্রেফতার করে।
সুইচ গিয়ার চাকু (১০.২ ইঞ্চি) – ০১ টি
আজ ১২/০৪/২০২৩ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন সাহাপুর (তালতলা) এলাকায় অভিযান পরিচালনা করে সুইচ গিয়ার চাকুসহ (দৈর্ঘ্য- ১০.২ ইঞ্চি) ০১ (এক) জন একাধিক ছিনতাই মামলার ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ রতন মিয়া (২৫), পিতা-আবুল কাশেম, সাং-সাহাপুর (তালতলা), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর দখল হতে সুইচ গিয়ার চাকু ((দৈর্ঘ্য- ১০.২ ইঞ্চি) উদ্ধার করে। উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ রতন মিয়া (২৫) এর সিডিএমএস যাচাই করিয়া তার বিরুদ্ধে জামালপুর সদর থানার এফআইআর নং-১৪/৪১৪, তারিখঃ ০৭ জুলাই ২০১৯ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ মামলা পাওয়া যায়। অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।