
স্টাফ রিপোটার: জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার কোনাবাড়ী দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সাবেক তথ্য ও সমম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। শনিবার (১৫ এপ্রিল) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী দাখিল মাদ্রাসায় কারগিরী ও মাদ্রাসা শিক্ষা বিাভাগ (নির্বাচিত বে-সরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন) এর বাস্তবায়নে শিক্ষা অধিদপ্তর নির্মাণ কাজে সহযোগীতায় প্রধান অতিথী হিসেবে আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় কোনাবাড়ী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ এর সভাপতিত্বে কোনাবাড়ী দাখিল মাদ্রাসা’র সুপার খাদেমুল ইসলাম স্বাগতম বক্তব্যে রাখেন।
বিষেশ অতিথীি হিসেবে,সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন,প্রকৌশলী অধিদপ্তর জামালপুর নির্বাহী প্রকোশলী আনোয়ার হোসেন,টাঙ্গাইল শিক্ষা প্রকৌশলী শাহজাহান আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন,সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবীর, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৗর কাউন্সিলর মোহাম্মদ আলী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রথর্িী শরীফ আহমেদ নীরব প্রমুখ। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ মাদ্রাসার শিক্ষক/কর্মচারী / শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী ও সুধী জন উপস্থিত ছিলেন। এ ভবন নির্মান কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করায় ডাঃ মুরাদ হাসান এমপি’র প্রতি খুশী স্থানীয় এলাকাবাসী ।