দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

উপজেলার একমাত্র দাওরায়ে হাদিস জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা’র ভিত্তি প্রস্তর স্থাপন

0

স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা উলামা পরিষদের আয়োজনে উপজেলার একমাত্র দাওরায়ে হাদিস জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা সরিষাবাড়ী নামক ধমীয় শিক্ষা প্রতিষ্ঠানের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকাল ১১ টায়় পৌর সভার বাউসি রেল ক্রসিং সংলগ্ন জামিয়া আরাবিয়া সরিষাবাড়ী কওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।

এতে দোয়া পরিচালনা করেন,ঢাকার ভাষানটেক ক্যান্টনমেন্টের মাদারিসে কুরবানিয়া ও খতিব বায়তুল মোয়াল্লা জামে মসজিদের মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আব্দুল হামিদ (দাঃ বাঃ) ।

বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দীন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সরিষাবাড়ী উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান , সরিষাবাড়ী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল হুদা,পৌর কাউন্সিলর নিপ্পন মন্ডল প্রমুখ।

অনান্যদের মধ্যে সরিষাবাড়ী পৌর সভার সাবেক (ভারপ্রাপ্ত মেয়র) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম,সহ সভাপতি হাবিবুর রহমান মানিক, রইছ উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক কে এম সোহেল রানা, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আল মামুন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সরিষাবাড়ী উপজেলা ওলামা পরিষদের প্রচার সম্পাদক উসামা তামজীদ পরিচালনা করেন। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও স্থানীয় বিভিন্ন পেশাজিবী ব্যাক্তিবর্গ এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী উপজেলার একমাত্র দাওরায়ে হাদিস জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা সরিষাবাড়ী নামক ধমীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসুল্লীরা।

Leave A Reply

Your email address will not be published.