দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
স্টাফ রিপোটার :  জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২২ মে) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের যমুনা ইট ভাটায় বিলবালিয়া পশ্চিম পাড়া যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন ছোট বড় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা। মানুষ ঘুড়ি,রকেট,বিমান,নাগিন,চং, লন্ডন,পেছা, চিলা,ফেইসকুল্লা,সাফা,ব্যাঙ ইত্যাদি নানান রকমের শতাধিক ঘুড়ি নিয়ে এ আয়োজন করা হয়েছে। হাওয়ায় ভেসে থাকা ঘুড়ি সবার উপরে নেয়ার লড়াই চলে প্রতিযোগীদের মধ্যে। তিনটি ক্যাটাগড়িতে হয় প্রতিযোগিতা। এ ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা আয়োজন করে বিলবালিয়া গ্রামের একদল কিশোরও যুবকরা।
   প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরিষাবাড়িতে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিজয় টিভি ও সময়ের আলো প্রতিনিধি সোহানুর রহমান,বেলা আর্ট ডিজাইন এর সত্বাধিকারী হাসানুর রহমান পিন্টু, সমাজসেবক রাঙ্গা বাবু উপস্থিত ছিলেন। ঘুড়ি প্রতিযোগিতা আয়োজন করেন মেহেদী হাসান, মামুন মিয়া, বিল্লাল,শুভ আহমেদ, ইমরোজ,ফাহিম,নাফিজ,রাকিব, হৃদয়,নাঈম,বিল্লাল,সাইম,রাহিম,সিয়াম, মুন্না,আসাদ,লিয়ন, সুরুজ, চাঁন,সোহাগ ও হাছেন। এসময় উপস্থিত হাজারো দর্শক এ আয়োজন কে অব্যাহত রাখার দাবি করেন।
Leave A Reply

Your email address will not be published.