
সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে পালিত হচ্ছে সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সপ্তাহ। স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২২শে মে সোমবার সকালে বান্দরবান উপজেলা পরিষদের হল রুমে ভূমি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, উপজেলা কর্মকর্তা (ভূমি) নার্গিস সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী কমিশনার ভূমি অরূপ রতন সিংহ। এছাড়াও, আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারি বৃন্দ।