দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

মাদক বিরোধী গনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

0
স্টাফ রিপোটার : মাদক রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ এ প্রতিপাদ‌্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী গনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে সরিষাবাড়ী  সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে এ মাদক প্বিরোধী গনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত  হয়েছে।
সভায় সরিষাবাড়ী সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন সভাপতিত্ব করেন । এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন বক্তব‌্য রাখেন। এ সময় আরো বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান,পরিদর্শক তারেক রহমান,উপ-পরিদর্শক(এসআই) মোস্তাফিজুর রহমান,উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,কলেজের শরীরচর্চা শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
    সমাবেশ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ ও দ্বাদশ-শ্রেনীর চার শতাধিক শিক্ষার্থী মাদক প্রতিরোধে লালকার্ড দেখিয়ে হাত তুলে শপথ গ্রহণ করে। উপজেলায় মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি পাওয়ায় মাদক প্রতিরোধে এ সচেতনতামুলক সমাবেশের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Leave A Reply

Your email address will not be published.