উপজেলা আওয়ামীলীগের ব্যানারে পৃথক পৃথক কর্মসূচী সাধারন সম্পাদকের বিরুদ্ধে দলীয় কর্মসুচীতে অনুপস্থিতির অভিযোগ


স্টাফ রিপোটার ঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি’র প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ও সরকারীি কর্মসুচীতে অনুপস্থিতির অভিযোগ ওঠেছে দলের ত্যাগী নেতা-কর্মীদের মাঝে।
দলীয় সুত্রে জানা গেছে, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’কে জনসভায় প্রকাশ্য হত্যার হুমকি’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এ নির্দেশে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও স্থানীয় সংসদ সদস্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নেতৃত্বে দলীয় কার্যালয় (এলিন ট্রেড সেন্টার সংলগ্ন) হতে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সষ্ণালনা করেন। এতে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম জোহরা লতিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব প্রমুখ। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী- সমর্থকর অংশ নেয়।
অপর দিকে সোমবার বিকেলে একই দিনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তেজগাও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ এর সর্মথকদের কে সরিষাবাড়ী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী- সমর্থকদের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেন।এ লক্ষে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন ও তেজগাও কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাও থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ এর নেতৃত্বে সরিষাবাড়ী কলেজ হতে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভার আরামনগর বাজার জিকে প্লাজায় এসে প্রতিবাদ সভাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, তেজগাও কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাও থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ, সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন, এম এ গনি প্রমুখ। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশ নেতা-কর্মী- সমর্থকর অংশ নেয়।

১৭ই মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনুপস্থিত ছিলেন। অপর দিকে ১৪১ জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তেজগাও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ তিনিও দলীয় কোন কর্মসুচীতে উপস্থিত থাকেন না বলে দলীয় সুত্রে জানা গেছে।