
বিনোদন সংবাদ:
মাঝখানে কিছু দিন বিরতি দিয়ে আবারও সিনেমায় ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাড়াও পাচ্ছেন ভালো। দীর্ঘদিন পর সিনেমায় ফেরার পাশাপাশি ফটোশুটে অংশ নিচ্ছেন তিনি। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।
বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে এই ফটোশুটে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিওতে ছিলেন রাব্বি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ঢালিউড কুইন বলেন, দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিলাম। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।
প্রসঙ্গত, এই পার্লারে বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দীঘিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ফটোশুট করেছেন।