
সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মগ পাড়া থেকে মালিক বিহীন বার্মিজ মদ ও বিদেশী সিগারেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
গত বুধবার দুপুর ১টা ৩০মিনিটের সময় ১১ বিজিবির একটি বিশেষ টহলদল কর্তৃক সোনাইছড়ি ইউনিয়নের উপজাতীয় মগ পাড়ার বৌদ্ধ মন্দিরের পাশে ৪৪ লাখ ২৪ হাজার ৭ শত টাকার বিদেশী সিগারেট ও মদ উদ্ধার করা হয়। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়,উদ্ধারকৃত মালামালে মধ্যে ওরিস সিগারেট ১২ হাজার ৩শত ২০ প্যাকেট যার আনুমানিক বাজার মূল্য ৩৭ লাখ ২৬ হাজার টাকা, ক্যাপিটাল সিগারেট ৭শত ২৯ প্যাকেট আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১৮ হাজার ৭শত টাকা,ম্যানসাহাল রাম মদ ৩শত ২০ বোতল যার আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা সিজার তালিকা করা হয়েছে। এসব উদ্ধারকৃত মালামাল ব্যাটালিয়নে হেফাজতে রেখে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নটি অরক্ষিত দূর্গম পাহাড়ী পথের সাথে মিয়ানমারের সীমানা লাগোয়া। এলাকার স্থানীয় কিছু চোরাকারবারি দূর্গম পথ পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বিভিন্ন অবৈধ পণ্য বাংলাদেশের ভিতরে এনে কৌশলে পাচার করতে তৎপর রয়েছে।
এদিকে বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাসী কার্যক্রম দমনে বিজিবি সদস্যরা দিনরাত তাদের কর্ম তৎপরতা কঠোরভাবে অব্যাহত রেখেছে।