দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

থানচিতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি: 
বান্দরবানের থানচি উপজেলায় বিদ্যুৎতের খুঁটিতে জড়িয়ে এক নির্মান শ্রমিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে দুপুর দেড়টায় মৈত্রী শিশু সদনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিম বিলছড়ি গ্রামের বাসিন্দা সৈয়দ নুরের ছেলে আবদুল গফুর (৪৬)। ঘটনার পরে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা: মিহরাব তাঁকে মৃত ঘোষনা করেন।
নির্মান শ্রমিকের দল নেতা রাজ মিস্ত্রী মো: হাফেস ৫০ জানান, মৈত্রী শিশু সদনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ লক্ষ টাকার ব্যয়ের ছাত্রীনিবাস ভবন নির্মানের বাস্তবায়ন কাজের ঠিকাদার আলিকদমের নয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ফোগ্য মারমা। তিনি আজ বৃহস্পতিবার সকালে ভবনের নির্মাণ কাজের জন্য দুই গাড়ি বালি পাঠায়। মৈত্রী শিশু সদনটি পাহাড়ের উপর হওয়ায় নিচ থেকে বালি বস্তায় ভরে উঠা-নামার জন্য চার জন শ্রমিক আলিকদম থেকে আসে। বস্তায় করে বালির তোলার সময় ক্লান্ত হয়ে রাস্তার পার্শ্বে থাকা বিদ্যুৎতের খুঁটির টানা তারে সে হাত দিয়েছিল। সেখানে বিদ্যুৎ সঞ্চালন থাকায় আমাদের সামনে এই শ্রমিক মারা যায়।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক বলেন, মৃত ব্যক্তি স্বজনদের খুজে তার মরদেহ হস্তান্তর করা হবে।
Leave A Reply

Your email address will not be published.