দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এসওডি’র আলোকে ‘জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৪ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রোগ্রামার প্রবীর কুমার দাস। এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান আবু তাহের, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, ইউপি সচিব/সদস্যবৃন্দ সহ গণমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.