দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

মধুপুরে মাদরাসা ক্যাম্পাসে আক্রমণের শিকার সহকারী শিক্ষিকা

0

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী)

টাঙ্গাইলের মধুপুরে কর্মস্থল মাদরাসার প্রবেশ গেইটের সামনে এক সহকারী শিক্ষিকা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আউশনারা ইউনিয়নের বোকারবাইদ আউশনারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা রহিমা খাতুন লিলি(৪৩) স্বামী, সতীন ও এক স্বজন দ্বারা গত ৬ জুন সকালে এ নির্যাতনের শিকার হয়েছেন। মারাতক আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত শিক্ষিকার ছোট ভাই কলেজ শিক্ষক হারুন অর রশীদ বাদী হয়ে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/১১৪/৫০৬ ধারায় থানায় মামলা করেছেন। আদালতে জিআর ০৫/২৩ হিসেবে মামলা নথিভুক্ত হয়েছে। মামলায় আসামী করা হয়েছে বুরো বাংলাদেশে সহকারী হিসাব রক্ষক পদে কর্মরত সতীন আলেয়া পারভীন, স্বামী হাসান তারিক,স্বজন সালমা বেগম ও আব্দুল আওয়ালকে। মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে দুই সতীনের সাথে বিরোধ চলে আসছে। একে অপরের বিরুদ্ধে থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেয়ার ঘটনা ঘটছিল। এক পর্যায়ে ৬ জুন সকালে মধুপুর পৌর এলাকার বাবার বাড়ি থেকে কর্মস্থল মাদরাসায় যাচ্ছিলেন সহকারী শিক্ষিকা রহিমা। মাদরাসার প্রবেশ পথে পৌছামাত্র তার উপর অতর্কিতে হামলা চালানো হয়। মাথায় আঘাত করে ফাটিয়ে রক্তাক্ত করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আক্রান্ত সহকারী শিক্ষিকা রহিমা খাতুন লিলির চিৎকারে মাদরাসার শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। আহত শিক্ষিকাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিজ ক্যাম্পাসের প্রবেশ পথে শিক্ষিকা লাঞ্ছনার এ ঘটনা এলাকায় ক্ষোভ সৃষ্টি করেছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম জানান, এমন ঘটনা শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লজ্জার। তিনি জানান, ঘটনা শোনার সাথে সাথে মাদরাসার সুপারকে আহত শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি থানায় অভিযোগ দিতে বলেছি। তিনি দাবি করেন -এ ঘটনার উপযুক্ত শাস্তির। মাদরাসার সুপার মোকছেদ আলী জানান, এমন ঘটনার কথা শোনেছি। মাদরাসার সামনে ঘটেছে।পারিবারিক বিষয়,প্রাতিষ্ঠানিকভাবে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

Leave A Reply

Your email address will not be published.