দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

নাদিম ছাড়াও বকশিগঞ্জে নির্যাতনের শিকার হয়েছেন যারা

0
মোহাম্মদ আলী
ইতিহাসের পাতায় বকশিগঞ্জে তথা জামালপুরে সাংবাদিক হত্যার ঘটনা নতুন। কিন্তু, নির্যাতনের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক বার একাধিক সাংবাদিক ক্ষমতাসিন দলের নেতাকর্মী দ্বারা নির্যাতিত হয়েছেন। তাদের মধ্যে আছেন বকশিগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি শাহিন আল – আমিন, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন মণ্ডল , ভোরের কাগজের বর্তমান উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, কনিষ্ঠ সাংবাদিক আফজাল হোসেন, সবশেষে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করলেন চ্যানেল ৭১ এর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। নাদিম নিজেও মৃত্যুর একাধিক বার নির্যাতনের শিকার হয়েছেন।
নাদিম হত্যার প্রতিবাদে যখন সারা দেশ উত্তাল, তখন
নাদিম হত্যার তদন্তের সাথে সেই সব ঘটনাও তদন্তে আনার দাবি উঠেছে এলাকাবাসীর মাঝে।
ঘটনাগুলো কারা ঘটিয়ে ছিল? কেন ঘটিয়ে ছিল?সেগুলো কি বিচারের আওতায় এসেছিল? নাকি প্রভাবশালীদের অশোভ হস্তক্ষেপে ধামাচাপা পড়েছিল? সেগুলো খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বকশিগঞ্জবাসী।
এব্যাপার বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি, শাহিন আল- আমিন বলেন, সময় এসেছে সত্য উদ্ভাসনের। বকশিগঞ্জের সাংবাদিক নির্যাতনের ইতিহাস তুলে ধরার। বিচার হউক বা না হউক সত্যটা মানুষ জানুক।
ভোরের কাগজ এর বকশিগঞ্জ প্রতিনিধি একাধিক বার নির্যাতনের শিকার রাশেদুল ইসলাম রনি’র কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিণতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাকে বলতে হবে কেন ভাই ? আপনারা তো সবই জানেন। সারাদেশ জানে। আমার উপর নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র এখনও সামাজিক মাধ্যম রেকর্ড আছে।
আমি শুধু বলব আমি বিচার পাইনি। পেয়েছি বিচারের নামে প্রহসন।
Leave A Reply

Your email address will not be published.